কোভিড -১৯ ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়া রোধে ব্রিটেন থেকে নন-ইউরোপিয়ান ইউনিয়ন ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করবে বেলজিয়াম। এই ভ্যারিয়ান্ট ঠেকাতে লন্ডনে কোভিড-১৯ নিষেধাজ্ঞা প্রত্যাহার বিলম্বিত হচ্ছে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রী ফ্রাঙ্ক ভেন্ডারব্রুকের মুখপাত্র জেন ইকম্যান এএফপিকে বলেন, ইইউ’র ২৭ দেশের তালিকায় থাকা ব্রিটেন এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে, ২৭ জুন নাগাদ এই নির্দেশ কার্যকর হবে।
বেলজিয়াম ডেল্টা ভ্যারিয়ান্ট নিয়ে উদ্বিগ্ন, প্রথম এটি ভারতে ছড়িয়ে পড়ে। এই ভ্যারিয়ান্টের কারণে ব্রিটেন ২১ জুন থেকে বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা বাতিল করছে। একই সাথে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং ব্রাজিল এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে, কেবল বেলজিয়াম বা ইইউ নাগরিক দেশটিতে প্রবেশ করতে পারবে।
এসব ভ্রমণকারীগণ কঠোর কোয়ারেন্টাইন আইনের আওতায় আসবে, পাশাপাশি ইউরোপে অবাধ ভ্রমণের আগে কোভিড টেস্ট করতে হবে। তবে জরুরি প্রয়োজনে ব্রিটেন অথবা নন-ইউরোপিয়ান দেশের কূটনীতিক এবং পরিবহনের সঙ্গে সম্পর্কিতরা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না।