আফগানিস্তানকে মানবিক সহায়তায় প্রধানত: তাদের দেশের কোভিড-১৯ মোকাবেলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আরো ২৬ কোটি ৬৫ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে শুক্রবার । যুদ্ধবিধ্বস্ত এ দেশ থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার অব্যাহত থাকার মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেন বলেন‘আফগান জনগণের কাক্সিক্ষত ও প্রাপ্য শান্তিপূর্ণ, স্থিতিশীল ভবিষ্যত প্রতিষ্ঠায় সহায়তা করতে আমাদের কূটনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য সহযোগিতা বজায় রয়েছে।’
এনিয়ে ২০২০ ও ২০২১ অর্থ বছরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মোট মানবিক সহায়তার পরিমাণ বেড়ে ৫৪ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়ালো। অতিরিক্ত এই ২৬ কোটি ৬৫ লাখের মধ্যে আমেরিকান ত্রাণ সংস্থা ইউএসএইডের ১৫ কোটি ৭৫ লাখ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ১০ কোটি ৯০ লাখ ডলার রয়েছে।