প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ড যেখানে আর্থিক সমস্যায় পড়েছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সাথে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী সদস্যদের মাসিক বেতন অব্যাহত রেখেছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের দু’বছরের জন্য মাসিক বেতন দেয়ার ঘোষনা দিয়েছে বিসিবি।
মার্চ মাস থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের বেতন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো বিসিবি। আর মার্চ থেকেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমন ঘটে।
সংক্রমনের পর সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ ও অফিসিয়াল কার্যকলাপ সীমিত করে দেয় বিসিবি।
করোনাভাইরাসের কারনে কার্যক্রম সীমিত হলেও, বিসিবি দেখিয়েছে যে, পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা তাদের রয়েছে।
আকবরের নেতৃত্বে অ-১৯বিশ্বকাপ জয়ের পর দলের প্রত্যেক খেলোয়াড়কে দুই বছরের জন্য প্রতি মাসে ১ লাখ টাকা করে বেতন দেয়ার ঘোষনা দেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।
আকবর বলেন, ‘হ্যাঁ, মার্চ মাস থেকে আমরা টাকা পাচ্ছি এবং তা অব্যাহত আছে। এতে কোন সমস্যা নেই।’
এসব খেলোয়াড়দের নিয়ে একটি দলও গঠন করেছে বিসিবি। জাতীয় দলের জন্য প্রস্তুত করতে আগামী দু’বছর বিদেশী ও স্থানীয় কোচদের অধীনে নিবিড় প্রশিক্ষণে ব্যস্ত থাকবে তারা।