চীনের ক্যানসিনো বায়েলজিক্স সংস্থা সোমবার ঘোষণা করেছে যে তাদের আবিষ্কৃত কোভিড-১৯ প্রতিষেধকটি নিরাপদ ও কার্যকর।
ক্যানসিনো ও বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ইন দি মিলিটারি মেডিকেল সায়েন্সেস একাডেমি যৌথভাবে এ প্রতিষেধকটি তৈরি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনীর গবেষণা দল এবং ক্যানসিনো বায়োলজিক্স উদ্ভাবিত কোভিড-১৯ প্রতিষেধকটি ক্লিনিক্যাল ট্যায়ালের পরে পরবর্তী ব্যবহারের জন্য চীনের সামরিক বাহিনীর সবুজ সংকেত মিলেছে।
চীনা সংস্থা ও গবেষকদের উদ্ভাবিত ৮ প্রতিষেধকের মধ্যে একটি হলো অ্যাড৫-এনসিওভি। যা নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেয়েছে।
এ প্রতিষেধকটি কানাডাতেও মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে ২৫ জুন, আবিষ্কৃত এ প্রতিষেধকটি সামরিক বাহিনীকে এক বছরের জন্য ব্যবহারের চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন অনুমোদন দিয়েছে বলে ক্যানসিনোর পক্ষ থেকে জানানো হয়েছিল।