আমেরিকান ওষুধ প্রস্তুতকারী ফাইজার এবং জার্মান ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বায়োএনটেক তাদের উদ্ভাবিত কোভিড-১৯ টিকা ব্রাজিলে জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য অনুরোধ করবে।
দেশটিতে টিকার পরীক্ষার সমন্বয়ক এডিসন মোরেইরা সোমবার এ তথ্য জানিয়েছেন।
ফাইজার এবং বায়োএনটেক সোমবার ঘোষণা দেয় যে তৃতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক তথ্য অনুযায়ী তাদের বিএনটি১৬২বি২ টিকাটি ৯০ শতাংশের অধিক কার্যকর।
ব্রাজিলের টিভি চ্যানেল গ্লোবোনিউজের সাথে সাক্ষাৎকারে এডিসন মোরেইরা বলেন, ‘ফাইজারের অভিপ্রায় হলো এ মাসের মধ্যে (টিকাটির) নিবন্ধনের জন্য অনুরোধ করা।’
‘সেই সাথে বিষয়টির গুরুত্ব এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে টিকার ব্যবহার ও জরুরি বিতরণের অনুমোদনের জন্য অনুরোধ করারও অভিপ্রায় আছে কোম্পানিটির,’ বলেন তিনি।
এডিসন মোরেইরা জানান, টিকা পরীক্ষার ফলাফল প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের তুলনায় টিকা দেয়া স্বেচ্ছাসেবকদের মাঝে অধিক হারে অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে।
‘৯০ শতাংশ কার্যকারিতা এক অসাধারণ ব্যাপার। এটি দেখে হয়ত কম মনে হতে পারে, কিন্তু টিকার জগতে এটা প্রত্যাশা মোতাবেক অন্যতম সর্বোচ্চ প্রাপ্তি।’
ফাইজার ব্রাজিলসহ ছয় দেশে ৪৩ হাজারের অধিক স্বেচ্ছাসেবকের ওপর ক্লিনিক্যাল পরীক্ষা চালাচ্ছে।