বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি ও দুবাইগামী যাত্রীদের ভ্রমণের জন্য অবশ্যই কোভিড -১৯’র পিসিআর টেস্টের সার্টিফিকেট নিতে হবে। বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নির্ধারিত পরীক্ষাগার থেকে ‘কোভিড-১৯’র পিসিআর টেস্ট সম্পন্ন করার পর এ সার্টিফিকেট গ্রহণ করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুসারে আগামী ১৪ জুলাই-২০২০ থেকে আবুধাবিগামী এবং ১৭ জুলাই-’২০ থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল যাত্রীকে অবশ্যই সতর্কতামূলক এই নির্দেশনা পালন করতে হবে।
এতে জনানো হয়েছে, যাত্রীদের ভ্রমণ-যাত্রার ৯৬ ঘন্টার মধ্যে এ পরীক্ষা সম্পন্ন করতে হবে। কেবল কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেটধারী যাত্রীরাই বিমানে আবুধাবি ও দুবাই ভ্রমণ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত সরকারের (ইউএই) অনুমোদিত পরীক্ষাগারের লিস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান