ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এডিনসন কাভানির মাঠে নামা আরো কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে। ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের শেষে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামা হচ্ছেনা কাভানির। ঐ সময়ের মধ্যে উরুগুয়ের এই স্ট্রাইকারের সেল্ফ-আইসোলেশনের সময় শেষ না হওয়ায় কাভানিকে আরো কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।
এবারের গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ মুহূর্তে ফ্রি-ট্রান্সফার সুবিধায় পিএসজি থেকে ইউনাইটেডে যোগ দেন কাভানি। যুক্তরাজ্যের কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী কাভানিকে অবশ্যই ১৪ দিনের কোয়েরেন্টাইনে থাকতে হবে। ৩৩ বছর বয়সী কাভানি ইউনাইটেডের আইকনিক ৭ নম্বর জার্সি পড়ে মাঠে নামবে বলে প্রিমিয়ার লিগের ক্লাবটি নিশ্চিত করেছে। আগামী সপ্তাহে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হয়ত তাকে রেড ডেভিলসদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে।
গত মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর তা আর নবায়ন করতে আগ্রহী ছিলেন না কাভানি। পিএসজির হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ ২০০ গোল করেছেন।
আগামী শনিবার সেন্ট জেমস পার্কে নিউক্যাসেলের আতিথ্য গ্রহন করবে ইউনাইটেড।