বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস মহামারির সময়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশকে জরুরি মহামারি প্রতিরোধক সরঞ্জাম দিয়েছে চায়না মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)।
প্রতিষ্ঠানটির দেয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- ১০ লাখ মাস্ক, ১০ হাজার স্যুট, ১০ হাজার গগলস এবং দুই হাজার ফরহেড থার্মোমিটার।
ঢাকার চীনা দূতাবাস শুক্রবার জানিয়েছে, সিএমসি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
দূতাবাস জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে বৃহস্পতিবার সিএমসির দেয়া সরঞ্জামের প্রথম চালনটি ঢাকায় এসে পৌঁছে।
বিভিন্ন চীনা প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা প্রদান করছে।
এর আগে, চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিইসিইসি), চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি) এবং অন্যান্য চীনা সংস্থা বাংলাদেশের হাসপাতালেগুলোকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং অন্যান্য সুরক্ষা উপাদান অনুদান হিসেবে প্রদান করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ১৩১ জন মারা গেছেন এবং চার হাজার ৬৮৯ জন এতে সংক্রমিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।