কোভিড-১৯: ভারতে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা শনিবার এক লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় এক লাখ মানুষের মৃত্যুর মাইলফলক পার হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে।

মোট মৃতের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে সর্বাধিক ৩৭ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, দক্ষিণের রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকে মারা গেছেন যথাক্রমে ৯ হাজার ৬৫২ এবং ৯ হাজার ১২৪ জন।

এদিকে, শুক্রবার সকাল থেকে আরও ৭৯ হাজার ৪৭৬ করোনা আক্রান্ত রোগী শনাক্তের মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে।

দক্ষিণ এশিয়ার দেশটিতে অসুস্থ আছেন ৯ লাখ ৪৪ হাজার ৯৯৬ জন। ইতোমধ্যে করোনা থেকে সুস্থ এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তথ্য অনুযায়ী, ভারতে ৭ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৪০৩ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবার পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৩২ হাজার ৬৭৫ জনের।

দেশটিতে মধ্য-জুলাইতে থাকা ১০ লাখ রোগীর সংখ্যা আড়াই মাসেরও কম সময়ে ৬০ লাখের ওপরে চলে যায়।

সংক্রমণের প্রধান শহুরে কেন্দ্রগুলো হলো নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু। দেশটিতে মোট শনাক্তের প্রতি সাতজনে একজন এবং মৃত্যের প্রতি পাঁচজনের একজন এ চার শহরের।

সংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউনের কবলে পড়েছে ভারতে অর্থনীতি। যা এপ্রিল-জুন মেয়াদে নজিরহীন ২৪ শতাংশ সংকুচিত হয়ে যায়।

দমে যাওয়া অর্থনীতিকে জাগিয়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত আগস্টে অবকাঠামো প্রকল্পে ১.৪৬ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন এবং দেশের ভারাক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেন। এর আগে গত মার্চে ২২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।