বৈশ্বিক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আগামী ৬-১০ জুলাই প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম আন্তর্জাতিক এইডস সম্মেলন (এইডস-২০২০)। আয়োজকরা জানান, ‘এইডস ২০২০: ভার্চুয়াল’ সম্মেলনে প্রতিনিধিদের সামনে এইচআইভির সর্বশেষ বিজ্ঞান, অ্যাডভোকেসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। বিভিন্ন প্রদর্শনী, ওয়ার্কশপ, গ্লোবাল ভিলেজ এবং স্যাটেলাইটের সমন্বয়ে ভার্চুয়াল সেশন এবং কমিউনিটি নেটওয়ার্কিংয়ের একটি সংমিশ্রণ হবে এ সম্মেলন। যা পৌঁছে যাবে বিশ্বের সকল শ্রোতাদের কাছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনএইডসসহ বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে,যাতে এইডস সম্মেলনে যোগ দিতে এসে কেউ করোনা আক্রান্ত না হয়ে পড়েন। তবে এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা কোভিড-১৯ এর জন্য ঝুঁকিপূর্ণ কিনা বা তাদের অন্য গুরুতর কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেবিষয়ে এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি বিশেষজ্ঞরা। সূত্র- ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার