মানব উন্নয়ন পর্যবেক্ষণ কার্যক্রম শুরুর পর থেকে এই প্রথম করোনাভাইরাস মহামারির কারণে মানব উন্নয়নে ধস নামার আশংকা দেখা দিয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বুধবার এ কথা জানায়।
জাতিসংঘ ১৯৯০ সাল থেকে বিশ্বের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিরূপণে সূচক তৈরি করে আসছে।
২০০৭ থেকে ২০০৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ নানা সংকট সত্ত্বেও গত ৩০ বছর ধওে প্রতিবছর এই সূচক বৃদ্ধি পাচ্ছে।
ইউএনডিপি প্রধান অসিম স্টেইনার বুধবার এক বিবৃতিতে বলেন, “কোভিড- ১৯ শিক্ষা ,স্বাস্থ্য ও উপার্জন এই তিনটির ওপরই আঘাত হেনেছে , এতে এসব ক্ষেত্রে উন্নয়নের গতি পরিবর্তন হতে পারে।
ইউএনডিপির হিসাবে করোনা মহামারির কারণে ২০২০ সালে বিশ্বে মাথাপিছু আয় ৪ শতাংশ হ্রাস পাবে।
এতে বলা হয়, স্কুল বন্ধ এবং দূরত্ব বজায় রেখে পড়াশোনার বৈষম্য ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে শিক্ষার ব্যবধান বাড়াবে।
সংস্থ জানায়, দরিদ্র দেশগুলোর প্রাথমিক স্কুল পর্যায়ের ৮৬ শতাংশ শিশু বর্তমানে পড়াশোনা করতে পারছেনা, ধনী দেশগুলোতে এই সংখ্যা মাত্র ২০ শতাংশ।