করোনাভাইরাস মহামারি মোকাবিলায় পারস্পারিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে শুক্রবার টেলিফোনে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় শি জোর দিয়ে বলেন, মহামারি শুরুর পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সাথে উন্মুক্ত, স্বচ্ছ এবং দায়িত্বশীলভাবে কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ভাগাভাগি করছে চীন।
তিনি বলেন, চীন ভাইরাসটির জিনগত অনুক্রমের মতো তথ্য প্রকাশের ক্ষেত্রেও সময় নষ্ট করেনি এবং কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসার অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিয়ে দেশগুলোকে যতটা সম্ভব সহায়তা প্রদান করছে। চীন সহায়তার ধারা অব্যাহত রাখবে এবং মহামারি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবে বলেও আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট।ফোনালাপে করোনাভাইরাস প্রতিরোধে চীনের সাথে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছেন ট্রাম্প। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার