বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলার জন্য বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মতো একই সাহস ও একতা দেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। বৃহস্পতিবার এক বার্তায় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং বিশ্বকে বিস্ময়কর দৃঢ়তা, শক্তিমত্তা ও ঘুরে দাঁড়াবার ক্ষমতা দেখিয়েছিল। ’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আজ পুরো বিশ্ব যখন নতুন এক হুমকি করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মুখোমুখি, সেসময় এই রোগের বিরুদ্ধে লড়াই করে একে অপরকে সুরক্ষিত করতে বাংলাদেশিদের মুক্তিযুদ্ধের সময়কার দৃঢ়তা প্রদর্শন করতে হবে। বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মিলার ওই বার্তা শেয়ার করে বলেন, ‘স্বাধীনতার ৪৯তম বার্ষিকীতে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই।’ সেইসাথে ২০২১ সালে সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনেও তিনি শুভেচ্ছা জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার