প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংকট মোকাবেলায় সরকারের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। আজ ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ সংকট মোকাবেলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের পাশে রয়েছে সুইজারল্যান্ড।
এতে বলা হয়, এই সংকট মোকাবেলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য নির্ধারিত তহবিল স্থানীয় এবং আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর মাধ্যমে কার্যকর করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯ ঝুঁকি হ্রাস ও প্রতিরোধে আর কি-কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা নিয়ে বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান