সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের প্রেক্ষিতে ইতালিতে ভ্রমণকারীদের বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক পড়াসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।
প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে একটি ডিক্রি পাস করেছে। যাতে এসব নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, গত ৬ আগস্টে নতুন সংক্রমণের সংখ্যা যেখানে ছিল প্রায় ১২ হাজার ৭০০ জন। গত বুধবার পর্যন্ত সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৫৭৬ জনে।
নতুন করে সংক্রমণ হওয়াসহ ইতালিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজার ৯৪০ জন সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৩০৩ জন সুস্থ হলেও ৩৬ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে।
মাস্ক পড়ার বিধি নিষেধ ছাড়াও আগামী বছরের (২০২১ সাল) ৩১ জানুয়ারি পর্যন্ত স্টেটি ইমাজেন্সি বা রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে মন্ত্রিসভা।
প্রসঙ্গত, ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো গত ৩১ জানুয়ারি ৬ মাসের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছিল দেশটি। যা পরবর্তীতে ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
গত মঙ্গলবার ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেঞ্জা সংসদে এ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেয়ার পর মন্ত্রিসভা সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে উক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করে।