কোমরে কার ছবি আঁকলেন সুস্মিতা!

সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন বলিউডের সিনেমা জগত থেকে বহুদিন হল দূরে রয়েছেন। তবে তার ভক্তদের কথা ভেবে মাঝে মধ্যেই সোশ্যাল সাইটে ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় সুস্মিতাকে।

কখনো নিজের ছবি, কখনো বা তার দুই মেয়ের বিভিন্ন ছবি বা বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি, নিজের ইনস্টা প্রোফাইলে তিনি যে ছবি পোস্ট করেছেন তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, নিজের কোমরে ট্যাটু করিয়েছেন সুস্মিতা, যাতে ফুটে উঠেছে বাঘের ছবি। সেই ছবিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, আকর্ষণীয় একটি কালো টপ পরে দেওয়ালের উল্টোদিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছেন সুস্মিতা। সেই ছবিতেই ফুটে উঠেছে সুস্মিতার কোমরের ট্যাটু। তবে দ্বিতীয় ছবিতে সুস্মিতার কোমরের ট্যাটু আরো বেশি স্পষ্ট হয়েছে।

বরাবরই তিনি স্বাধীনচেতা। খোলামেলা জীবন-যাপন করেন সুস্মিতা। কোনো দিনই কাউকে পরোয়া করেননি। মাত্র ২৫ বছর বয়সেই কন্যা সন্তান দত্তক নিয়ে মা হয়ে সকলকে অবাক করেছিলেন। আবার বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সঙ্গেও সুস্মিতার প্রেম করার খবরও শোনা গেছে।

#poetic #udaipur ready to hit the gym? Noooooooo!!!!!??❤?#justbeing ?

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on


কোনো সমালোচনা, আলোচনাকেই তোয়াক্কা করেননি। যাকে বলে এক্কেবারে বাঘিনির মতোই জীবন-যাপন করে এসেছেন। তাই হয়ত কোমরে আঁকা ট্যাটুতেও খানিকটা তার চরিত্রেরই প্রকাশ পেয়েছে। ফুটে উঠেছে বাঘিনির ছবি…


আজকেরবাজার/এস