সিলেটের কোম্পানীগঞ্জে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত জাকারিয়া (২৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের শাহ নুরের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে নিত্যপণ্যের ব্যবসা করতেন।
এ ঘটনায় নিহতের মামা হাফিজ সগির আহমদ কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাতে জাকারিয়া বিভিন্ন দোকান থেকে পণ্য বিক্রয়ের ২০ হাজার টাকা সংগ্রহ করে তৈমুরনগর গ্রাম হয়ে নিজের কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তিন যুবক নেমে তার গতিরোধ করে। এ সময় এক যুবক পেছন দিক থেকে জাকারিয়ার পাজরের বাঁ পাশে ছুরি ঢুকিয়ে দেয়। দুর্বৃত্তরা তার কাছ থেকে একটি মুঠোফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবারে তিনি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনায় কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।