কোরবানির ঈদকে সামনে রেখে কোনো ধরনের নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
২রা আগষ্ট বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সাথে এক সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী আরও জানান, ঈদকে সামনে রেখে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম নিয়মিত বাজার মনিটরিং করবে।
জাপানের নতুন রাষ্ট্রদূত সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি নতুন এসে কাজ শুরু করেছেন। এটাই আমাদের প্রথম সাক্ষাৎ।
আজকের বাজার: এলকে/এলকে ২রা আগষ্ট ২০১৭