কোরবানির জন্য জনপ্রিয় হয়ে উঠছে উট ও দুম্বা

কোরবানির পশু হিসেবে দিনে দিনে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে উট ও দুম্বা। আরব দেশগুলোর দেখাদেখি দেশেও অনেকে এখন কোরবানি দিতে উট বা দুম্বা কিনছেন। চাহিদার কারণে এখন দেশে উট ও দুম্বার বাণিজ্যিক খামারও শুরু হয়েছে। তবে কোরবানির সময় বেশিরভাগ উট এবং দুম্বা আসছে ভারতের রাজস্থান ও হরিয়ানা প্রদেশ থেকে।

অন্যান্য বছরের মতো এবছরও কোরবানির ঈদকে সামনে রেখে উট ও দুম্বা আনতে শুরু করেছেন রাজধানীর ব্যবসায়ীরা।

মোহাম্মদপুরের সাদিক এগ্রো নামের একটি প্রতিষ্ঠান গতকালই তিনটি উট ও বেশ কয়কেটি দুম্বা এনেছে এবার কোরবানিতে বিক্রির জন্য। আজ শনিবার ঢাকা উদ্যান এলাকায় সাদিক এগ্রোর খামারে গিয়ে দেখা যায়, উট দেখতে ভীর করেছেন অনেক মানুষ। এসেছেন দুই একজন ক্রেতাও।

ধানমণ্ডি থেকে উটের খবর পেয়ে দরদাম করতে এসেছেন সাইফুল্লাহ ও তার বন্ধুরা। তিনি জানান, এবছর তার পরিবার একটি উট কোরবানি দেওয়ার চিন্তা করছে। তাই খবর পেয়ে এখানে এসেছেন তিনি। তবে দামের কারণে আশাহত তিনি। তিনি জানালেন, প্রাথমিকভাবে প্রতিটি উটের দাম ১২ লাখ টাকা চাওয়া হচ্ছে।

দামের বিষয়ে সাদিক এগ্রো’র কর্মকর্তা হোসেন আলী জানান, উটের দাম এমনটাই। আর দুম্বার দামও প্রতিটি দুই থেকে তিন লাখ টাকা।

তিনি জানান, প্রতিটি উটে ২২০ থেকে ২৫০ কেজি মাংস হবে। আর এক একটি দুম্বায় ৩০ থেকে ৬০ কেজি পর্যন্ত মাংস হবে।

শনিবার ১৯ আগস্ট দুপুরে দেখা গেছে, উট ও দুম্বাকে খাবার হিসেবে ঘাস ও স্বল্প পানি দেওয়া হচ্ছে।
সূত্র: অর্থসূচক

আজকের বাজার: আরআর/ ১৯ আগস্ট ২০১৭