কোরান ও বাইবেল নতুন করে লিখবে চিন

মুসলিমদের ধর্মগ্রন্থ কোরান আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল নতুন করে লেখার উদ্যোগ নিয়েছে কমিউনিস্ট চিন। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক সভায় এমনই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পরিকল্পনা, সমাজতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ‘মৌলিক ধর্মগ্রন্থগুলোর’ অনুবাদ করা হবে। এবং সেখানে যে সকল বিষয় প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পার্টির সঙ্গে যায় না তা থাকবে না। চিনের এহেন সিদ্ধান্তে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মুসলিম গোষ্ঠীগুলি।

গত নভেম্বরে লালচিনে ধর্মীয় বিষয়াদি সংক্রান্ত কমিটির এক সভায় এই ধরনের প্রস্তাব গৃহীত হয়। তবে, প্রস্তাবে কোরান বা বাইবেলের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। বরং বলা হয়েছে, ধর্মগ্রন্থগুলো নতুন সময়ের আলোকে পরিমার্জন করা হবে। এবং তাতে সমাজতন্ত্রের সঙ্গে মিলছে এমন কোনও উপাদান থাকবে না। বিশেষজ্ঞ ও বিভিন্ন ধর্মের অনুসারীদের ১৬ জন কমিউনিস্ট পার্টির সদস্য নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

চিন সরকারের পলিটিক্যাল কনস্যুলেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং ইয়াংয়ের তত্ত্বাবধানে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই মাসের গোড়ার দিকে ম্যাকাওতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিষয়টির প্রতি ইঙ্গিত করেন সে দেশের প্রেসিডেন্ট জি জিনপিং। চিনের কমিউনিস্ট পার্টির এক সদস্য জানিয়েছেন, মৌলিক ধর্মগ্রন্থগুলোর সব অনুবাদ পুনর্মূল্যায়ন করা হবে। এ গ্রন্থগুলোর নতুন সংস্করণে সমাজতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কোনও তথ্য রাখা হবে না। কোনও অনুচ্ছেদে সমস্যা মনে হলে সেন্সর বোর্ড সেগুলিকে পরিমার্জন করবে।

ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারোকে ওয়াং ইয়াংয় জানিয়েছেন, প্রেসিডেন্ট জি জিনপিংয়ের নির্দেশ অনুযায়ী যুগের চাহিদা ও সমাজতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বিভিন্ন ধর্মের তত্ত্ব ব্যাখ্যা দেবে চিনের ধর্মীয় কর্তৃপক্ষ।খবর কলকাতা ২৪

আজকের বাজার/লুৎফর রহমান