কোরিয়ী যুদ্ধ বার্ষিকীতে ‘জনগণের স্বর্গোদ্যান’ গড়ার আহ্বান কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশকে ‘জনগণের স্বর্গোদ্যান’ গড়ার আহ্বান জানিয়েছেন। শনিবার পিয়ংইয়ংয়ে কোরীয় যুদ্ধের পরিসমাপ্তি বার্ষিকী উদযাপনকালে কতিনি এ আহ্বান জানান।
খবর এএফপি’র।
৭১ বছর আগে ১৯৫৩ সালের ২৭ জুলাই  যুদ্ধবিরতি পালনের মধ্যদিয়ে তিন বছর ধরে চলা কোরীয় যুদ্ধের অবসান ঘটে। তা আর কখনও শান্তি চুক্তি মাধ্যমে প্রতিস্থাপিত হয়নি।
পিয়ংইয়ং যুদ্ধকে একটি বিজয় হিসাবে বিবেচনা করে থাকে এবং বার্ষিকীটি দেশটিতে সরকারি ছুটির দিন।
কিম শুক্রবার বলেন, ‘আমাদের আদর্শ ও সমাজ ব্যবস্থাকে নির্ভরযোগ্যভাবে রক্ষা করা এবং জনগণের স্বর্গোদ্যান তৈরি করা আমাদের প্রজন্মের পবিত্র মিশন ও কর্তব্য।’
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ একথা জানায়।
উত্তর কোরিয়ার নেতাও যুদ্ধের সময় চীনের সমর্থনকে স্বাগত জানিয়ে বলেছিলেন যে, ‘স্বজাতীয় সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত বন্ধুত্ব দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া হবে।’
কেসিএনএ জানায়, তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি সৈন্যদের স্মরণে বন্ধুত্বের টাওয়ারসহ যুদ্ধে অংশ নেওয়া প্রবীণদের সম্মানে স্মৃতিসৌধ পরিদর্শন করেন। (বাসস ডেস্ক)