দুই কোরিয়ার শীর্ষ নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন।তবে তা কোন রাজকীয় ভবনে নয়।বৈঠক হবে কোরীয় সীমান্তে।
আগামি শুক্রবার কোরীয় উপদ্বীপকে বিভক্ত করা সামরিক ডিমার্কেশন (সীমানা নির্ধারণী) লাইনে সাক্ষাত করবেন মুন জায়ে-ইন ও কিম জং উন।খবর:এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের প্রধান ইম জং-সিউক জানান, দুই কোরিয়ার মধ্যবর্তী ডিমিলিটাইজড জোনের এ সুরক্ষিত সীমান্তে মুন তার অতিথিকে শুভেচ্ছা জানাবেন।
কোরীয় যুদ্ধের পর এই প্রথম কোন উত্তর কোরীয় নেতা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে যাচ্ছেন।
২০০০ ও ২০০৭ সালে পিয়ংইয়ংয়ে সম্মেলনের পর এ ধরণের তৃতীয় সাক্ষাত হবে এটি। কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের প্রাক্কালে দুই কোরিয়ার মধ্যে অতি দ্রুত সম্পর্কের উন্নতি ঘটে।
আজকের বাজার/আরজেড