কোর্সিকার রাজধানী বাস্তিয়ার এক ভবনে বুধবার বন্দুকধারীর হামলায় একজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। পরে হামলাকারীও আত্মহত্যা করে। সে ওই ভবনেই থাকতো। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাস্তানার বলেন, পুলিশের এলিট ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে মৃত অবস্থায় দেখতে পায়।
প্যারিসে জাতীয় পরিষদে তিনি বলেন, ‘হামলাকারী আত্মহত্যা করেছে।’
কর্তৃপক্ষ এই ঘটনার সাথে সন্ত্রাসবাদের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। অপরাধের আরো রেকর্ড থাকা এ হামলাকারী দুপুর বেলা ওই ভবন ও রাস্তায় গুলি চালায়।
কাস্তানার বলেন, ‘ওই পুলিশ সদস্য হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
স্থানীয় প্রসিকিউটর ক্যারোলিন থারোট বলেন, এ হামলার ঘটনায় ‘মোট ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন।’
নিহত ব্যক্তি স্থানীয় গণপূর্ত কর্মকর্তা ছিলেন।
হামলাকারীর বয়স ষাটের কোঠায়। তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে। এর আগে অস্ত্র রাখার দায়ে দু’টি মামলায় তার সাজা হয়।
ওই এলাকার এক মুখপাত্র বলেন, সে স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে রাস্তায় নেমে গুলি করতে থাকে। এরপর সে আবার তার বাসভবনে ফিরে যায়।
ঘটনার সময় পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। হামলার সময় বেশ কয়েকজন বাসিন্দা ওই ভবনে ছিলেন।