কোস্টারিকায় একটি প্লেন দুর্ঘটনায় দুই পাইলটসহ অন্তত ১২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।
রোববার (৩১ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে।
দেশটির প্রেসিডেন্ট লুইস গিলারমো সোলিস রিভেরা দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, এ দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।
আজকের বাজার: এসএস/ ১ জানুয়ারি ২০১৮