দুর্নীতির দায়ে কারাদন্ডপ্রাপ্ত রোমানিয়ার পলাতক সাবেক এক মন্ত্রী ও অপর একজন সাবেক কর্মকর্তাকে কোস্টারিকায় গ্রেফতার করেছে ইন্টারপোল। তাদের অনুপস্থিতিতে সম্পন্ন বিচারে তাদেরকে কারাদন্ড দেয়া হয়।
সান জসেতে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির প্রধান গুস্তাভো সিসিল্লা বলেন, এলেনা উদরিয়া এবং রোমানিয়ার চিফ প্রসিকিউটর এলিনা বিকাকে বুধবার গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধ ও সন্ত্রাস সংগঠিত করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
বিকা পৃথক এক অভিযানে গ্রেফতার হন। প্রত্যার্পন শুনানির জন্য তাদের দু’জনকে আটক করা হয়েছে।
গত জুনে গ্লামার ম্যাগাজিনের সাবেক মডেল উদরিয়াকে আদালত ৬ বছরের কারাদন্ড দেয়। তাকে ২০১১ সালে বক্সিং শো’তে অর্থায়নে সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেয়ার দায়ে অভিযুক্ত করা হয়।
বিকা ২০১৪ সালে একটি আবাসন ব্যবসা সম্পর্কিত দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এর আর্থিক পরিমাণ হচ্ছে ৬০ মিলিয়ন ইউরো। স্থানীয় পত্রিকায় এ খবর প্রকাশিত হয়। তথ্যসূত্র-বাসস।
আজকের বাজার/এমএইচ