আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ধন্যবাদ জানালেন কোহলি ও তার বাহিনীকে।
তাঁর বিদায় উপলক্ষে বেশ কিছুদিন আগে বিদায়ী উপহার দিয়েছিলেন বিরাট কোহলিরা। তার প্রতিউত্তরেই শুক্রবার এক টুইট বার্তায় এই ধন্যবাদ দিয়েছেন আফ্রিদি।
এরআগে গেল বুধবার নিজেদের স্বার করা জার্সি উপহার দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ঐ বিদায়ী জার্সি উপহার পেয়ে উচ্ছ্বসিত আফ্রিদি কোহলি ও তার বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, অসাধারণ বিদায়ী উপহার দেয়ার জন্য তোমাকে এবং পুরো ভারতীয় দলকে ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হবে।
গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন আফ্রিদি। তাই আফ্রিদির জন্য বিদায়ী উপহার হিসেবে দলের সকলের ‘স্বার’ করা জার্সি উপহার দেয় ভারতের ক্রিকেট দল। জার্সিটি ছিলো ভারত দলপতি কোহলির। অধিনায়কের জার্সিতে ভারতের বর্তমান ও সাবেক অনেক খেলোয়াড়রা স্বার করে।
স্বার ছাড়াও আফ্রিদির উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে কোহলি লিখেছিলেন, শহিদ ভাইয়ের জন্য শুভেচ্ছা। আপনার বিপে খেলা সবসময়ই উপভোগ্য ছিলো।
জার্সিতে স্বার করেছিলেন অধিনায়ক কোহলি, ব্যাটসম্যান যুবরাজ সিং-শিখর ধাওয়ান-আজিঙ্কা রাহানে, পেসার আশিষ নেহরা-জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সামি-ভুবেনশ্বর কুমার, ব্যাটসম্যান সুরেশ রায়না, স্পিনার রবীচন্দ্রন অশ্বিন-পবন নেগি-রবীন্দ্র জাদেজা, রবি শাস্ত্রীসহ আরও অনেকে।
২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৮টি টি-২০ ম্যাচ খেলেছেন আফ্রিদি। টেস্টে ১৭১৬ রান ও ৪৮ উইকেট, ওয়ানডেতে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট এবং টি-২০তে ১৪০৫ রান ও ৯৭ উইকেট নেন ৩৭ বছর বয়সী আফ্রিদি।
আজকের বাজার: আরআর/২৩.০৪.২০১৭