রান মেশিন বিরাট কোহলির সখের কথা কমবেশি সবাই জানে। তার পছন্দের বিভিন্ন বিষয়ের মধ্যে গাড়ির কথা না বললেই নয়। তার গ্যারেজে রয়েছে বিভিন্ন দেশি -বিদেশে গাড়ি। এবার তার পছন্দের গাড়ির তালিকায় যোগ হল আরেকটি গাড়ি-বেন্টলি কন্টিনেন্টাল জিটি। এটি তার স্বপ্নের গাড়ি বলে তিনি জানিয়েছেন।
গাড়িভিত্তিক সংবাদমাধ্যম কারটক জানিয়েছে, নতুন বেন্টলি কন্টিনেন্টাল জিটি গাড়িটি বিরাট ও তার ভাই বিকাশ কোহলির নামে নিবন্ধন করা হয়েছে।অডির ব্র্যান্ড অ্যাম্বাসাডরের এটি স্বপ্নের গাড়ি। বহুদিন থেকেই এমন একটি গাড়ির প্রত্যাশা করছিলেন ভারতীয় অধিনায়ক।
আজকের বাজার/আরজেড