অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। ৭০ বছর পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতলো ভারত।
সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে শেষ দিনে কোনো বল মাঠে গড়ায়নি।
৩-১ ব্যবধানে সিরিজ জয়ের আশায় ছিল ভারত। এছাড়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৯৭৮ সালের পর প্রথমবারের মতো টেস্ট জেতার স্বপ্ন দেখছিল বিরাট কোহলি বাহিনী। তবে বৃষ্টির কারণে আম্পায়াররা সিডনি টেস্ট ড্র ঘোষণা করেন। ফলে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে ভারত।
এদিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৩০ বছর পর ফলো অনে পড়তে হয় অস্ট্রেলিয়াকে। ১৯৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে এখানে ফলো-অনের লজ্জায় পড়েছিল টিম অস্ট্রেলিয়া।
চূড়ান্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ৬২২/৭ ডিক্লে. পূজারা ১৯৩, রিশভ প্যান্ট ১৫৯, জাদেজা ৮১, আগারওয়াল ৭৭। নাথান লায়ন ৪/১৭৮।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: হ্যারিস ৭৯। কুলদীপ যাদব ৫/৯৯, জাদেজা ২/৭৩, মোহাম্মদ শামী ২/৫৮।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলো অন) (আগের দিন শেষে ৬/০) ৪ ওভারে ৬/০ (খাওয়াজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ