করোনাভাইরাসের আতঙ্কে কাপছে পুরো বিশ্ব। ধীরে ধীরে থমকে যাচ্ছে সবকিছুই। প্রাণঘাতি এই ভাইরাসের তোপ পড়েছে ক্রিড়াঙ্গনেও। বন্ধ হয়ে যাচ্ছে টুর্নামেন্ট, লিগ ও দ্বিপাক্ষীক সিরিজও। এই ভাইরাসের ব্যাপারে সচেনতা সর্বত্র। এর মধ্যেই সবাইকে সচেতন থাকার পরামর্শ দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এ মহামারী রোধে সবাইকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে পরামর্শ দিলেন কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেন, ‘সবাই শক্ত থাকুন এবং কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ নিন। নিরাপদ ও সতর্ক থাকতে হবে সকলকে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন, অসুস্থ হলে তা এড়িয়ে যাবার চেয়ে প্রতিরোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। প্রত্যেকে নিজের প্রতি খেয়াল রাখবেন।’করোনাভাইরাসে কারনে সদ্যই ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল হয়েছে। আরও বাতিল হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ, ইংল্যান্ড-শ্রীলংকার টেস্ট সিরিজ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আইপিএলও স্থগিত হয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান