একদিন আগে নবদম্পতি স্ব-শরীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিমন্ত্রন করে এসেছিলেন নিজেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজন করা হয় বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রথম বিহাত্তোর সংবর্ধনা। আর সেই অনুষ্ঠানের নিমন্ত্রন রক্ষায় সত্যি সত্যি হাজির ভারতের প্রধানমন্ত্রী মোদি। অনেকের মতে কোহলি-আনুশকার এই সংবর্ধনায় সবচেয়ে বড় উপহার মোদির উপস্থিতি।
খুবই গোপনিয়তায় ইতালিতে ১১ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সাড়েন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা। দিল্লিতে এই অনুষ্ঠানে পরিবারের আত্মীয় ও কোহলি-আনুশকার ঘনিষ্ট বন্ধুরা আমন্ত্রীত ছিলেন। যেখানে দেখা মিলেছে ক্রিকেট ও বলিউড জগতের বিখ্যাত তারকাদেরও। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে তারকা এই দম্পতির দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা আয়োজিত হবে।
বিবাহোত্তর এই সংবর্ধনায় সোনালি জরির কাজ করা লাল বেনারসি পড়েছিলেন আনুশকা। কপালে ছিল চওড়া সিঁদুর। কোহলি গায়ে ছিল কালো কোট-শালের কম্বিনেশনের পোশাক। দুজনেরই পোশাক ভাবনার দায়িত্ব পালন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। তাদের বিয়ের দিনের পোশাকের ডিজাইনও করেছিলেন তিনি।॥
আজকের বাজার: সালি / ২২ ডিসেম্বর ২০১৭