নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল ০-৩ ফলে হেরে গেলেও, আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন অধিনায়ক বিরাট কোহলি।
তবে বোলারদের মধ্যে এক নম্বর জায়গা হারিয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। তাঁকে টপকে এখন শীর্ষে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে মাত্র ৭৫ রান করেন বিরাট। তা সত্ত্বেও তিনি এক নম্বর জায়গা ধরে রাখতে পেরেছেন। দ্বিতীয় স্থানে সীমিত ওভারের ফর্মেটে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সঙ্গে বিরাটের পয়েন্টের ব্যবধান অনেকটা কমে এসেছে। তিন নম্বরে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। চার নম্বরে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে তিন ম্যাচে ৩০ ওভার বোলিং করেও একটিও উইকেট পাননি বুমরাহ। তিনি দেন মোট ১৬৭ রান। এই হতশ্রী পারফরম্যান্সের জেরেই র্যাঙ্কিংয়ে পতন হল বুমরাহর।
অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ উঠে সাত নম্বরে রবীন্দ্র জাডেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি একদিনের ম্যাচে ভাল পারফরম্যান্স দেখানোর সুবাদেই তাঁর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
আজকের বাজার/এমএইচ