আজ শনিবার (২৮ মার্চ) পর্যন্ত মেহেরপুর জেলায় ২৪৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন আরো ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা মোট প্রবাসীদের সংখ্যা ৪৬৮ জন। তার মধ্যে আজ পর্যন্ত কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ২৪৪ জন।
তবে কোয়ারেন্টাইনমুক্ত ওই ২৪৪ প্রবাসীর সবাই সুস্থ আছেন বলে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে কেউ আক্রান্ত নন। মেহেরপুর জেলায় কেউ করোনা ভাইরাস আক্রান্ত নন বলেও জানান, ডা. নাসির উদ্দীন।
আজকের বাজার / এ. এ