কোয়ারেন্টাইনে না থাকায় মানিকগঞ্জে সৌদি প্রবাসীর অর্থদণ্ড

কোয়ারেন্টাইনে (ভাইরাসের সংক্রমণ রোধে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা) থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি আরব প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রবিবার সন্ধায় এ অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে লাল মিয়া (৪০)। সৌদি আরব প্রবাসী লাল মিয়া গত ৬ মার্চ গ্রামের বাড়ি ফেরেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, ‘সরকার সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। এবিষয়ে প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাদের দেখাশুনা ও তত্ত্বাধান করানো হচ্ছে। তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন বাড়ির বাইরে যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার