‘কোয়ারেন্টাইনে যাওয়ার প্রক্রিয়া’ শুরু করতে যাচ্ছেন ট্রাম্প

হোয়াইট হাউসের কাউন্সেলর হোপ হিকস কোভিড-১৯ পজেটিভ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ‘কোয়ারেন্টাইনে যাওয়ার প্রক্রিয়া’ শুরু করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প নিশ্চিত করেন যে তার নিকটতম সহযোগী হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, খবর এপি।

টুইটে তিনি লেখেন, ‘সামান্য বিরতি না নিয়েও কঠোর পরিশ্রম করে আসা হোপ হিকস কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। ভয়ানক! ফার্স্ট লেডি এবং আমি আমাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি। এর মধ্যেই আমরা কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করব।’

নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় মিনেসোটায় অনুষ্ঠিত এক সমাবেশ শেষে বিমানে করে ফেরার সময় হিকস করোনাভাইরাসের হালকা লক্ষণ অনুভব করতে শুরু করেন। এরপর তিনি বিমানের অন্যদের থেকে আলাদা ছিলেন এবং বৃহস্পতিবার তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭২ লাখের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখের বেশি মানুষ।