ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টাইন না মানায় এখন পর্যন্ত ২৫ জনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। শনিবার দুপুরে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার পরিদর্শনকালে তিনি আরও জানান, জেলা পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। তারা প্রশাসন ও চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে করোনা প্রতিরোধে কাজ করবে।
জেলা প্রশাসক বলেন, নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত মোট ২ হাজার ৬৬০ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। এদের মধ্যে ১৪ দিন অতিবাহিত হওয়ায় ১ হাজার ৫৩৪ প্রবাসীকে কোয়ারান্টাইন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ১২৬ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পুলিশ সুপার আনিসুর রহমান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি। সূত্র- ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার