উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে বার্সোলোনা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ম্যাচে রোমার দুই আত্মঘাতি গোলের ভুলে ৪-১ গোলের সহজ জয় বার্সেলোনার।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে পরিসংখ্যান আর সামর্থের বিচারে পিছিয়ে থেকে মাঠে নামে ইতালিয়ান ক্লাব রোমা। বার্সা তারকা লিওনেল মেসিকে আটকে রাখার টেকনিকে জোর দিতে গিয়ে চাপে পড়ে তুরিনোর ওল্ড লেডিরা।
৩৮ মিনিটেই রোমা ক্যাপ্টেন দানিয়েল রোসির আত্মঘাতি গোলে লিড নেয় বার্সা। আত্মঘাতি গোলের চাপ সামলে ওঠার আগেই ৫৫ মিনিটে আবারো নিজেদের জালে বল আটকে বার্সাকে এগিয়ে দেন রোমার গ্রিক মিডফিল্ডার কোসটাস মানোলাস। ৮০ মিনিটে রোমার হয়ে এক গোল করেন এডিন জেকো।
অতিথি রোমার দুই আত্মঘাতি গোলের সঙ্গে ৫৯ ও ৮৭ মিনিটে জেরার্ড পিকে আর লুইস সুয়ারেজের গোলে ৪-১ ব্যবধানের জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
আজকের বাজার/আরজেড