জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ।
শুক্রবার রাতে এরশাদ স্বাক্ষরিত জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় জিএম কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এর আগে প্রায় দেড় মাস আগে গত ১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদ ঘোষণা দেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমি দলের সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকদের জানাতে চাই, আমার অবর্তমানের পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের পার্টি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন।’
কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থা বিবেচনায় পূর্বের ঘোষণা প্রত্যাহার করে নেন কাদেরের বড় ভাই এরশাদ।
বিজ্ঞপ্তিতে সাবেক স্বৈরশাসক বলেন, ‘জিএম কাদের পার্টি পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি (কাদের) পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতারাও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন। এ অবস্থায় সংগঠনের স্বার্থে তাকে পার্টির সাংগঠনিক ও কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
‘তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন,’ যোগ করেন এরশাদ।
তিনি উল্লেখ করেন, ‘জিএম কাদের সংসদের বিরোধী দলীয় উপনেতার পদে থাকতে পারবেন কিনা সেটা দলের পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে।’