কৌশলগত বিনিয়োগকারী: চীনা কনসোর্টিয়ামের সাথে ডিএসই’র চুক্তি বিকেলে

দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তার কৌশলগত বিনিয়োগকারী চূড়ান্ত করেছে। তবে বাকি ছিলো আনুষ্ঠানিক চুক্তি। এবার সে প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে। আরও সহজ করে বলা যায়, আজই শেষ হচ্ছে প্রতীক্ষার প্রহর।

ডিএসইর সঙ্গে চীনা কনসোর্টিয়াম শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের শেয়ার পারচেজ এগ্রিমেন্ট সই হবে আজ সোমবার। রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে বিকেল ৫টায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হবে।

ডিএসই কতৃর্পক্ষ পূর্বেই এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ডিএসই তার কৌশলগত বিনিয়োগকারী চূড়াত্ত করতে কাজ করে যাচ্ছে। চীনা কনসোর্টিয়াম ছাড়াও ভারতীয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, নাসডাক ও ফ্রন্টিয়ার বাংলাদেশ প্রতিষ্ঠানটির কৌশলগত বিনিয়োগকারী হতে আগ্রহ দেখায়। সেখান থেকে চীন কনসোর্টিয়ামকেই বেছে নেয় ডিএসই।

তারই পরিপ্রেক্ষিতে গত ৩ মে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৪৩ তম সভায় চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী করতে ডিএসইকে অনুমোদন দেওয়া হয়।

এদিকে চু্ক্তি অনুষ্ঠানে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ১০ টাকা অভিহিত মূল্যের ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার প্রতিটি ২১ টাকা মূল্যে ‘শেয়ার ক্রয় চুক্তিপত্র’ অনুমোদন করা হয়।

রাসেল/