কৌশলগত বিনিয়োগ নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে সমঝেতা স্মারক সাক্ষর হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র জানায়, গত ৫ ডিসেম্বর আইসিবির সাথে সিএসই এ চুক্তি সম্পন্ন করে। ডিমিউচ্যুয়ালাইজেন স্কিম অনুযায়ী আইসিসিবিকে কৌশলগত বিনিয়োগকারী করার উদ্দেশ্যে এই চুক্তি সই হয়েছে। আইসিবির পরিচালনা পর্ষদে অনুমোদনের পরেই চূড়ান্ত হবে কৌশলগত বিনিয়োগকারীর বিষয়টি।
এর আগে কৌশলগত বিনিয়োগকারী নিতে আগ্রহপত্র আহ্বান করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা বা ডিমিউচুয়ালাইজেশন আইনের বিধান অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রির বাধ্যবাধকতা রয়েছে। বিধান অনুযায়ী, ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী স্টক এক্সচেঞ্জের সর্বোচ্চ ২৫ শতাংশ বরাদ্দ কৌশলগত বিনিয়োগকারীর জন্য।
ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুসারে বিদেশি কোনো স্টক এক্সচেঞ্জ, খ্যাতনামা আর্থিক, দেশি বিদেশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান,মূলধনী বিনিয়োগকারী প্রতিষ্ঠান অথবা ওই জাতীয় প্রতিষ্ঠান স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হতে পারবে।