বলিউডের জনপ্রিয় নাইকা ক্যাটরিনা কাইফ। আগামী ১৬ জুলাই এ অভিনেত্রীর জন্মদিন।
বিশেষ এই দিন নিয়ে কী পরিকল্পনা করছেন তিনি— সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে ক্যাটরিনা কাইফ বলেন, খুব সম্ভবত, কয়েকজন বন্ধু ও আমার বোনদের নিয়ে কয়েকদিনের জন্য ঘুরতে বের হবো। কয়েকদিনের ছুটি নিব এবং সুন্দর কোনো স্থানে গিয়ে নিজে নিজে তা উপভোগ করব।
জেনে নিন ক্যাটরিনা কাইফ সম্পর্কে অজানা কিছু তথ্য । যা সম্ভাবত আপনি জানেন না।
১) হিন্দি ছবির পাশাপাশি তেলুগু এবং মালায়লম ছবিতেও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ।
২) ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে। কিন্তু তিনি বিভিন্ন দেশে বসবাস করেছেন।
৩) ক্যাটরিনার আরও ৭ ভাইবোন রয়েছে।
৪) তাঁর অভিনীত ২টি ছবি, এক থা টাইগার এবং ধুম ৩ বলিউডের ছবির মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি টাকার ব্যবসা করা ছবির মধ্যে অন্যতম।
৫) ক্যাটরিনা কাইফের আসল নাম ক্যাটরিনা টারকোটে।
আজকের বাজার/লুৎফর