পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, লিবরা ইনফিউশন ও অ্যাপোলো ইস্পাত লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে কোম্পানি ৩টি পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছে। কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরিতে উঠে আসে।
লিবরা ইনফিউশন এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে। কোম্পানিটি ২০১৯ সালে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে।
অ্যাপোলো ইস্পাত বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে। কোম্পানিটি ২০১৯ সালে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে।