বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। অভিনয়গুণে লাখো মানুষের হৃদয় জয় করেছেন। এবার তিনি ক্যান্সারকে জয় করে দু-একদিনের মধ্যেই নিজ শহর মুম্বাইতে ফিরছেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে ২৪ অক্টোবর দুপুরে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত খবর থেকে জানা যায়, ইরফান তার চিকিৎসা করিয়ে শিগগিরই মুম্বাইতে ফিরবেন। সম্ভবত দুই-এক দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন।
গত কয়েক মাস আগে ইরফান জানান, এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘নিউরো এন্ডোক্রাইন টিউমার’ অর্থাৎ ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে।
এ খবর শোনার পর থেকেই ইরফানের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। এরপর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে।
ওই খবরে আরও জানা গেছে, দেশে ফিরে সবার আগে তিনি হিন্দি মিডিয়াম ছবির সিক্যুয়েলের শুটিং শুরু করবেন। ছবিটির শুটিং ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
আজকের বাজার/এএল