কোন অসুখ হলে আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তেমনি মানুষের শরীরে ক্যান্সার হলে কিছু সংকেতের মাধ্যমে তা জানা যায়।এমন কিছু লক্ষণ আছে যা দেকে আপনি বুঝতে পারবেন যে আপনি মরণ ব্যধি ক্যান্সারে ভোগছেন।চলুন লক্ষণগুলো জেনে নেই।
১. হঠাৎ শরীরের ওজন কমতে শুরু করেছে কিন্তু তার তেমন কোন ব্যাখ্যা নেই।
২. হজম ও মল-মূত্র ত্যাগের অভ্যাসে কোন ধরনের পরিবর্তন হওয়া। যেমন ডাইরিয়া বা কোষ্ঠকাঠিন্য। যেমন আপনার হয়ত কোষ্ঠকাঠিন্য নেই কিন্তু সেটিই হচ্ছে ইদানীং। অথবা পাতলা পায়খানা।
৩. সারাক্ষণ জ্বর বা খুসখুসে কাশি যা ঠিক যাচ্ছেই না।
৪. শরীরের কোথাও কোনো পিণ্ড বা চাকার উপস্থিতি।
৫. ভাঙা কণ্ঠস্বর যা কোন চিকিৎসায় ভালো হচ্ছে না।
৬. তিল বা আঁচিলের সুস্পষ্ট পরিবর্তন।
৭. শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ।
মোটা দাগে এই উপসর্গ বা শরীরের সংকেতের কোন একটি যদি দু থেকে তিন সপ্তাহ ধরে থাকে আর সেগুলোর সাধারণ চিকিৎসায় না কমে যায়- তবেই ক্যান্সার শব্দটি মাথায় রেখে চিকিৎসকের শরণাপন্ন হোন।
তবে তাই বলে উপরের লক্ষণগুলোর যেকোনো একটা দেখা দিলেই নিশ্চিত হয়ে ধরে নেবেন না আপনার ক্যান্সারই হয়েছে।
আজকের বাজার/আরজেড