ক্যান্সারে আক্রান্ত ভারতের অর্থমন্ত্রী চিকিৎসা নিতে আমেরিকা

arun jaitley

আগামী ১ ফেব্রুয়ারি ভারতের সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ না-ও করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

থাইয়ের সফট টিস্যু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর জেটলি চিকিৎসা করাতে রোববার আমেরিকা গেছেন। অবিলম্বে অপারেশন করতে হবে তার।

সে কারণেই বর্তমানে আমেরিকায় জেটলি। অপারেশন সেরে দ্রুত তার ফিরে আসা সম্ভব নয়। তাই আগামী ১ ফেব্রুয়ারি দেশটির সংসদে অন্তর্বর্তী বাজেট পেশে খুব সম্ভবত থাকতে পারবেন না জেটলি। টাইমস অব ইন্ডিয়া।

এই বাজেটই হবে বর্তমান মোদি সরকারের শেষ বাজেট। লোকসভা ভোটের পর নতুন সরকার গঠনের পর পেশ হবে সাধারণ বাজেট। গত বছরই কিডনি প্রতিস্থাপন করিয়েছেন জেটলি।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভোগা জেটলি যে গুরুতর অসুস্থ, তাতে সন্দেহ নেই। বিজেপির উদ্বেগ বাড়িয়ে জ্বর নিয়ে এইমসে ভর্তি হয়েছেন ভারতের আরও এক কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকরও।

আজকের বাজার/এমএইচ