কিছুদিন আগে গানের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য ব্যাংককে পাড়ি জমান শাকিব ও বুবলি, সঙ্গে ছিল ক্যাপ্টেন খান ছবির পুরো টিম। শনিবার দুপুরে সেখানে গানের শুটিং শেষ হয়। এর মধ্যে গানের এডিটিংও শেষ হয়েছে।
আসছে ঈদে শাকিব ও বুবলি অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।এখন অপেক্ষায় শুধুমাত্র সেন্সরের। এরই মধ্যে গতকাল রোববার রাতে প্রকাশিত হল সিনেমাটির প্রথম লুক। প্রথম লুকেই চমকে দিয়েছেন শাকিব খান। চোখে সানগ্লাস, গায়ে হলুদ সার্টে অন্যরকম দেখাচ্ছে শাকিবকে। চার নারীর মাঝে বসে আছেন তিনি।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ভালো মানের গান দর্শকদের উপহার দেওয়ার লক্ষ্যে এই দুটি গানের শুটিংয়ের সময় একটু বেশি নিয়েছি। ব্যাংককে দুটি গানের শুটিং শেষ হলো শনিবার দুপুরে। আমরা কলকাতায় গানের সম্পাদনার কাজ করছি। এডিটিংয়ের বাকি কাজ আমরা আগেই শেষ করে রেখেছিলাম। আশা করছি, গত ঈদের চেয়ে এই ঈদের ছবি ‘ক্যাপ্টেন খান’-এর গান দর্শকরা আরও বেশি পছন্দ করবে।ছবির পোস্টারেও থাকবে চমক।
আজকের বাজার/এএল