ক্যামেরুনে গাড়ি দুর্ঘটনায় ৯ জন নিহত

ক্যামেরুনে একটি কোচ উল্টে নয় জন নিহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
উত্তরাঞ্চলীয় আদমাওয়া অঞ্চলের গভর্ণর এ কথা জানিয়েছেন।
গভর্ণর কিলদাদি তাগুয়েকে বউকার বলেছেন, গাড়িটি মঙ্গলবার রাজধানী ইয়াউন্ডে থেকে ৪৫০ কিলোমিটার উত্তরের নাগাউনদেরে যাওয়ার পথে এম্বিতে উল্টে যায়।
তিনি বলেন, দ্রুতগতি ছাড়াও মহাসড়কের পরিস্থিতিও দুর্ঘটনার কারণ হতে পারে।
আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় সাত হাজার লোক মারা যায়।