ক্যামেরুনের উত্তরাঞ্চলের একটি গ্রামে আত্মঘাতী বোমা হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ ও এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবারের বোমাবর্ষণের পর বোকোহারাম একটি গ্রামে আক্রমণ চালায়। এতে গ্রামের লোকজন পালানো শুরু করলে এক তরুণ শরীরে বিস্ফোরক বেঁধে তাদেরকে ধাওয়া করে এবং এক পর্যায়ে নিজেকে উড়িয়ে দেয়।
এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানান, তারা কোউয়াপি গ্রামে ওই হামলার কঠোর নিন্দা জানায়। সেখানে হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত ও ১৪ জন আহত হয়।