ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় সৈন্য ও পুলিশ কর্মকর্তা নিহত

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় এক সৈন্য ও এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া একটি অঞ্চলের কাছে তারা এ হামলা চালায়। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
আঞ্চলিক গভর্নর অগাস্টিন আওয়া ফনকা বলেন, বিদ্রোহীরা রোববার সকালে ওয়েস্ট রিজিওনের কেংউ গ্রামে একটি সেনা ফাঁড়িতে হামলা চালালে এক সৈন্য, এক পুলিশ কর্মকর্তা ও এক মটরসাইকেল চালক নিহত হন।
তিনি আরও জানান, হামলাকারীরা ওই ফাঁড়িতে থাকা অস্ত্র লুট করে পালিয়ে যায়।
নর্থ ওয়েস্ট অঞ্চলের কাছে এ হামলা চালানো হয়। পার্শ¦বর্তী সাউথ ওয়েস্ট অঞ্চলসহ এ অঞ্চলে দীর্ঘ পাঁচ বছর ধরে ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী ও সরকারি নিরাপত্তা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলতে দেখা যাচ্ছে।
প্রধানত ফরাসি ভাষায় কথা বলা দেশ ক্যামেরুনের ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জন সাধারণ ইংরেজিভাষী। প্রেসিডেন্ট পল বিয়া ১৯৮২ সাল থেকে কঠোর হাতে দেশটি শাসন করেন।
গত জুনে ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ইংরেজিভাষী বিদ্রোহীদের হামলা পাঁচ সৈন্য নিহত হন।