চলমান কোট সংস্কার আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল’ করার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিতিদের মধ্যে বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রলীগ নেতাকর্মীদের আধিক্য দেখা গেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তানভীর হাসান সৈকত এ মানববন্ধনের নেতৃত্ব দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, কোটা সংস্কারের নামে কিছু শিক্ষার্থী অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আন্দোলনে এখন সাধারণ শিক্ষার্থী নেই। এ জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করছে। তাদের প্রতিরোধ করতে হবে।
ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত বলেন, নিজেদের দুগ্রুপে সংঘর্ষ করেই কোটা আন্দোলনকারীরা আহত হয়েছে। ছাত্রলীগ ওই সব হামলা চালায়নি। ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রলীগের ওপর দোষ চাপানো হচ্ছে।
আজকের বাজার/এমএইচ