ক্যারিবিয়ান অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে ক্যারিবিয়ান সাগরে শনিবার ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, কিউবার উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় প্রায় ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে। অন্যদিকে হন্ডুরাস ও কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসে আঘাত হানতে পারে।

কেম্যান দ্বীপপুঞ্জ সরকার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় উপকূলরেখার কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের অভ্যন্তরীণ স্থানে সরে যাওয়ার সতর্কতা জানিয়েছে।

এক ডজনেরও বেশি দেশে সুনামির হুমকির প্রাথমিক সতর্কতা জারি করার পর, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরে তিনটি বাদে বাকি সব সতর্কতা বাতিল করে। তবে তারা, বলেছে ‘সমুদ্রপৃষ্ঠের পানির স্তরে ছোট পরিবর্তন ঘটতে পারে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি খুব কম গভীরতায় আঘাত হানে। (বাসস)